বিকাশ ক্যাশ আউট চার্জ - ক্যাশ আউট করার নিয়ম

প্রিয় পাঠক বন্ধুরা, বিকাশের ক্যাশ আউট চার্জ বিকাশে বিভিন্ন লেনদেন সমূহের লিমিট এমন কি বিকাশে ক্যাশ আউট করার নিয়ম ইত্যাদি সকল বিষয়ে আপনি নিশ্চয়ই জানতে আগ্রহী? তাহলে আপনার জন্য এই পোস্টটি একদম পারফেক্ট। এই পোস্টটি আপনি মনোযোগ সহকারে পড়লে এই সকল বিষয় জানার পাশাপাশি বিকাশ সম্পর্কিত আরো অনেক কিছু জানতে পারবেন।
বিকাশের ক্যাশ আউট চার্জ ও নিয়ম

আমরা সবাই প্রায় কম-বেশি বিকাশ ব্যবহার করে থাকি তবে আমরা অনেকেই আছে যারা বিকাশে লেনদেন সমূহের লিমিট জানিনা আজকে আশা করা যায় বিকাশের লেনদেনের লিমিট সহ বিকাশে বিভিন্ন বিষয়ে জানতে পারবো।
পোস্ট সূচিপত্রঃ বিকাশ ক্যাশ আউট চার্জ - ক্যাশ আউট করার নিয়ম

ভূমিকা

এই পোষ্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব, খুব সহজে কিভাবে আপনি ক্যাশ আউট করতে পারেন ক্যাশ আউট করার নিয়ম, এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করলে হাজারে কত টাকা কাটে, বিকাশের ক্যাশ আউট চার্জ কত, বিকাশে বিভিন্ন লেনদেন সমূহের চার্জ এবং বিভিন্ন লেনদেন সমূহের সর্বোচ্চ সর্বনিম্ন লিমিট সমূহ ইত্যাদি বিকাশ সম্পর্কিত সকল কিছু থাকছে পোস্টে।

বিকাশ ক্যাশ আউট চার্জ কত ২০২৪

আমরা অনেকেই আছি যারা হয়তো জানিনা যে বিকাশে ক্যাশ আউট চার্জ কতো আমরা তখন বেশি করে করে টাকা বসাই কিন্তু আমাদের সামনে তখন লিখা দেখায় "আপনার পর্যাপ্ত পরিমান টাকা নেই/ insufficient Balance" তখন আমরা অনেকেই ঘাব্রে যাই। আমরা তখন ভাবি আমাদের বিকাশ অ্যাকাউন্ট এ কিছু হয়েছে নাকি। কিন্তু না সেটা আমাদের বিকাশে টাকা না থাকার জন্য লিখাটি দেখায়।

আমরা যদি বিকাশে ইউএসডি (USD) কোড ডায়েল করে ক্যাশ আউট করি তখন আমাদের থেকে বিকাশ শতকরা ক্যাশ আউট চার্জ ১.৮৫% নিয়ে থাকে। তবে বিকাশ ক্যাশ আউট চার্জ ভিন্ন হয় ভিন্ন কিছু কারণে সেগুলো আমরা নিচে দেখবো পর্যায়ক্রমে তবে বিকাশে ইউএসডি (USD) কোড ডায়েল করে ক্যাশ আউট চার্জ ১৮.৫ আপনি নিশ্চয়ই দেখে নিয়েছেন।

বিকাশে হাজারে কত টাকা কাটে

বিকাশে ক্যাশ আউট করার সময় প্রতি হাজার টাকায় কতো টাকা কাটে সেটা কিছু কারণ ভেদে ক্যাশ আউট চার্জ এর কিছু পার্থক্য দেখা যায়। যেমন আপনি যদি ইউএসডি কোড ডায়েল করে ক্যাশ আউট করেন বা বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট করেন তখন প্রতি হাজারে ১.৮৫% টাকা চার্জ হিসাবে কাটে।

যেটা প্রতি হাজারে কাটে প্রায় ১৮.৫ টাকা হারে! কিন্তু এই ক্যাশ আউট চার্জ প্রিয় নাম্বার বা এটিএম এই সকল কিছুর জন্য ভিন্ন ভিন্ন হয়। আমরা যদি প্রিয় নাম্বার সেট করে ক্যাশ আউট করি তখন আমাদের সাধারন এজেন্ট নাম্বারের তুলনাই কম টাকা কাটবে চলুন তবে সেগুলো পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক।

বিকাশ প্রিয় নাম্বার ক্যাশ আউট চার্জ

বিকাশে সব থেকে মজার একটি জিনিস হলো প্রিয় এজেন্ট নাম্বার। আমরা চাইলেই খুব সহজে প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে পারি এবং আমরা চাইলেই সহজে প্রিয় এজেন্ট নাম্বার ডিলিট বা remove করে দিতে পারি। এখন কথা হলো প্রিয় এজেন্ট নাম্বারের সুবিধা কি আমরা যদি প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে থাকি তবে অন্য সাধারণ এজেন্ট নাম্বারের তুলনাই কম টাকা কাটে।

আমরা যদি প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে তবে আমাদের ক্যাশ আউট চার্জ ভাবে ১.৪৯% টাকা। যেটা প্রতি হাজার হিসেবে হয় ১৪.৯০ টাকা হারে! এখানে আমরা দেখতে পাচ্ছি অন্য সাধারণ এজেন্ট নাম্বারের তুলনায় প্রিয় এজেন্ট নাম্বারে কম চার্জ কাটছে ক্যাশ আউটের জন্য এটাই প্রিয় এজেন্ট নাম্বারের উপকারিতা।

সাধারণত প্রিয় এজেন্ট নাম্বার ২ টি সেট করা যায় এবং দুইটি প্রিয় এজেন্ট নাম্বারে আমরা পঞ্চাশ হাজার টাকা ক্যাশ আউট করতে পারি। সেই ৫০ হাজার টাকায় প্রত্যেক হাজারে আমাদের থেকে ১৪.৯০ টাকা হারে! ক্যাশ আউট চার্জ হিসেবে কাটবে। আশা করা যায় প্রিয় এজেন্ট নাম্বারের এ সকল বিষয় আপনি জেনে নিয়েছেন।

বিকাশ ক্যাশ আউট করার নিয়ম

বিকাশে ক্যাশ আউট আমরা অনেকেই করতে পারিনা, না পারার কারনে হয়তো অনেকে মনে করে বিকাশে ক্যাশ আউট করা হইতো কঠিন। কিন্তু না বিকাশে ক্যাশ করা অনেক সহজ। আজকে আমরা একবার ক্যাশ আউট করা দেখে নিবো সহজে কিভাবে ক্যাশ আউট করা যাই। যেন আমরা নির্দ্বিধাই আমাদের টাকা ক্যাশ আউট করতে পারি। চলুন তবে ধাপে ধাপে দেখে নেওয়া যাক।

ধাপ-১ঃ আমরা যদি ইউএসডি USD কোড ডায়েল করে বিকাশের টাকা ক্যাশ করতে চাই তাহলে আমাদের শুরুতে *২৪৭# এই কোডটি ডায়েল করতে হবে। এবং *২৪৭# ডায়েল করলে আমাদের সামনে একটি পেজ ঠিক তেমনি একটি পেজ আমরা নিচে দেখতে পাচ্ছি।

ছবিটিতে ৫ নাম্বার অপশন নির্বাচন করা আছে কারন ৫ নাম্বার অপশন 5.Cash Out/ক্যাশ আউট করার অপশন তাই আমরা ৫ নাম্বার অপশন নির্বাচন করবো। ৫ নাম্বার অপশন সিলেক্ট/নির্বাচন  করে আমরা "পাঠান/SEND" অপশনে ক্লিক করবো।

ধাপ-২ঃ 5.Cash-Out/ক্যাশ-আউট অপশন বা ৫ নাম্বার অপশন এ প্রবেশের পরে আমাদের সামনে যে পেজটি আসবে সেটার একটি ছবি নিচে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেক গুলো অপশন আছে। অপশন গুলোর প্রথম অপশন টি হলো 1.From Agent মানে হলো আমরা যদি সাধারণ কোনো এজেন্ট নাম্বারে টাকা ক্যাশ-আউট করতে চাই তবে আমাদের ১ নাম্বার অপশন নির্বাচন/ সিলেক্ট করতে হবে।

আমরা দেখতে পাচ্ছি ২ নাম্বার অপশন টি হলো 2. From ATM এই অপশন টি ব্যবহার করে আপনি চাই এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারবেন এবং আমরা ৩ নাম্বার অপশন দেখতে পাচ্ছি 3. Priyo Agent Numbers এই অপশন টি আমরা ব্যবহার করবো প্রিয় এজেন্ট নাম্বারে টাকা ক্যাশ-আউট করার সময়। এখন আমাদের যেই অপশন দরকার সেটা নিরবাচন করবো এবং পাঠান/SEND অপশন এ ক্লিক করবো।
ধাপ-৩ঃ আমরা ধরে নিয়েছি আমাদের প্রয়োজন অনুযায়ী একটা অপশন সিলেক্ট করেছি এবং পাঠান অপশনএ ক্লিক করে পরের পেজে গিয়েছি। এবার এই পেজে আমাদের থেকে এজেন্ট নাম্বার চাইবে। আপনাদের সুবিধার্থে নিচে দেখানো ছবিটিতে নাম্বার দেওয়া হয়েছে ঠিক ওই জায়গায় আমরা আমাদের এজেন্ট নাম্বার দিয়ে দিব এবং পাঠান/SEND অপশন এ ক্লিক করবো।
ধাপ-৪ঃ এবারে আমাদের সামনে একটি পেজ আসবে যেখানে আমাদের বিকাশের পিন নাম্বার চাইবে এখানে আমরা আমাদের বিকাশের পিন নাম্বার দিয়ে দিবো এবং পাঠান/SEND অপশন এ ক্লিক করবো। তাহলেই দেখবেন আমাদের ক্যাশ করা হয়ে যাবে। আশা করি আপনি এখন সঠিক ভাবে ক্যাশ করতে পারবেন।

বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ কত

বিকাশ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট এটিএম বুথে ক্যাশ আউট ক্যাশ আউট করতে পারবো। এটিএম বুথে ক্যাশ আউট চার্জ হাজারে ১৪.৯০ টাকা হারে! তবে আমরা চাইলেই যেকোনো ব্যাংক এর বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবো না। সারাদেশের নির্দিষ্ট সংখ্যক কয়টি ব্যাংক এর এটিএম বুথে থেকে ক্যাশ আউট করতে পারবো ব্যাংক গুলো হলো-
    • ব্র্যাক ব্যাংক এর এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবো
    • সিটি ব্যাংক এর এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবো
    • Q-Cash ব্যাংক এর এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবো

বিকাশে একদিনে কত টাকা ক্যাশ আউট করা যায়

বিকাশ আমাদের অতি প্রয়োজনীয় একটি জিনিস। তাই বিকাশের অনেক কিছুই আমাদের জানতে হয়। এই ধরেন যদি আমরা না জানি যে দিনে কতো টাকা ক্যাশ আউট করা যাই? বা মাসে আমরা সর্বোচ্চ কত টাকা ক্যাশ আউট করতে পারবো? এগুলো না জানার কারনে আমরা অনেক সময় হয়তো সমস্যাই পরি তাই আজকে আমরা সঠিক তথ্য জেনে নেওয়ার চেস্টা করবো।

ক্যাশ আউট লিমিটঃ
বিকাশের নতুন তথ্য আনুযায়ী বর্তমানে দিনে সর্বোচ্চ ১০ বার ক্যাশ আউট করতে পারবো একজন সাধারন গ্রাহক এবং এক মাসে সর্বোচ্চ ১০০ বার টাকা ক্যাশ আউট করতে পারবো। টাকার হিসাবে প্রতিবারে সর্বনিম্ন ক্যাশ আউট লিমিট হলো ৫০ (পঞ্চাশ) টাকা এবং একবারে সর্বোচ্চ ক্যাশ আউট লিমিট হলো ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা।

তবে আমাদের মনে রাখতে হবে একদিনে আমরা ২৫ (পঁচিশ হাজার) টাকার বেশি ক্যাশ আউট করতে পারবো না। এবং মাসে সর্বোচ্চ ১, ৫০,০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার টাকা) টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যাই বা আমরা এক মাসে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবো।

ক্যাশ-ইন লিমিটঃ
বিকাশ এজেন্ট থেকে আমরা এক দিনে সর্বোচ্চ ১০ বার টাকা ক্যাশ-ইন করতে পারবো এবং এক মাসে সর্বোচ্চ ১০০ বার টাকা ক্যাশ ইন করতে পারবো। টাকার হিসাবে প্রতিবারে সর্বনিম্ন আমরা ৫০ টাকা ক্যাশ ইন করতে পারবো মানে প্রতিবারে সর্বনিম্ন ক্যাশ ইন লিমিট ৫০ টাকা এবং সর্বোচ্চ একবারে আমরা ৩০ হাজার টাকা পর্যন্ত ক্যাশেন করতে পারবো।

কিন্তু আমাদের মনে রাখতে হবে একদিনে সর্বোচ্চ ৩০ (ত্রিশ হাজার) টাকা ক্যাশ-ইন করা যায় এর বেশি একটি নাম্বারে আমরা ক্যাশ-ইন করতে পারবো না। এবং এক মাসে আমরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ইন করতে পারবো।

ব্যাংক ও কার্ড থেকে অ্যাড মানিঃ
আমরা ব্যাংক ও ব্যাংক কার্ড থেকে বিকাশে টাকা অ্যাড মানি করতে পারি। আমরা প্রতিদিনে সর্বোচ্চ ২০ বার ব্যাংক ও কার্ড থেকে অ্যাড মানি করতে পারবো এবং মাসে আমরা সর্বোচ্চ ৫০ বার ব্যাংক ও কার্ড থেকে অ্যাড মানি করতে পারবো। টাকার হিসাবে আমরা প্রতিবারে সর্বনিম্ন ৫০ টাকা অ্যাড মানি করতে পারবো।

মানে প্রতিবারে সর্বনিম্ন অ্যাড মানি লিমিট ৫০ (পঞ্চাশ) টাকা এবং সর্বোচ্চ একবারে আমরা ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবো। তবে আমাদের মনে রাখতে হবে, এক দিনে আমরা সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অ্যাড মানি করতে পারবো এবং এক মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবো।

বিকাশ টু ব্যাংকঃ
বিকাশ টু ব্যাংক মানে হলো আমরা বিকাশে থেকে ব্যাংক এ টাকা পাঠাতে পারি এটা। আমরা প্রতিদিনে সর্বোচ্চ ৫০ বার বিকাশ টু ব্যাংক করতে পারবো এবং মাসে আমরা সর্বোচ্চ ১০০ বার বিকাশ টু ব্যাংক করতে পারবো। টাকার হিসাবে আমরা প্রতিবারে সর্বনিম্ন ৫০ টাকা বিকাশ টু ব্যাংক করতে পারবো।

মানে প্রতিবারে সর্বনিম্ন বিকাশ টু ব্যাংক এর লিমিট ৫০ (পঞ্চাশ) টাকা এবং সর্বোচ্চ একবারে আমরা ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত বিকাশ টু ব্যাংক করতে পারবো। তবে আমাদের মনে রাখতে হবে, এক দিনে আমরা সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা বিকাশ টু ব্যাংক করতে পারবো এবং এক মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত বিকাশ টু ব্যাংক করতে পারবো।

সেন্ডমানিঃ
আমরা একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট এ টাকা সেন্ড মানি করতে পারি। তমে আমাদের মনে রাখতে হবে পার্সোনাল নাম্বার থেকে এজেন্ট নাম্বারে সেন্ড মানি হয় না। আমরা প্রতিদিনে সর্বোচ্চ ৫০ বার সেন্ড মানি করতে পারবো এবং মাসে আমরা সর্বোচ্চ ১০০ বার সেন্ড মানি করতে পারবো।

বিকাশে প্রতিবারে সর্বনিম্ন আমরা ০.০১ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবো মানে বিকাশে প্রতিবারে সর্বনিম্ন সেন্ড মানি লিমিট ০.০১ টাকা এবং সর্বোচ্চ একবারে আমরা ২৫ (পঁচিশ) হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবো। এবং এক মাসে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা (২ লাখ টাকা) পর্যন্তসেন্ড মানি করতে পারবো।

মোবাইল রিচার্জঃ
বিকাশ ব্যবহার করে এখন আমরা চাইলেই ঘরে বসে নিজের ফোন নাম্বারে হোক বা অন্য কারো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারি সকল সিম কার্ডে। তবে মোবাইল মোবাইল রিচার্জ এরও একটি লিমিট আছে। আমরা দিনে সর্বোচ্চ ৫০ বার মোবাইল রিচার্জ করতে পারবো এবং এক মাসে সর্বোচ্চ ১৫০০ বার মোবাইল রিচার্জ করতে পারবো।

তবে এখানে কথা হলো আমরা প্রতিবারে ২০ টাকার নিচে মোবাইল রিচার্জ করতে পারবো না মানে প্রতিবারে মোবাইল রিচার্জ এর সর্বনিম্ন লিমিট হলো ২০ টাকা এবং একদিনে সর্বোচ্চ ৩৫০০ টাকা পর্যন্ত আমরা মোবাইল রিচার্জ করতে পারবো। এক মাসে আমরা ১,০০,০০০ (১ লাখ) টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবো।

লেখকের শেষ কথা

আশা করি আপনি বিকাশের ক্যাশ আউট চার্জ বিকাশের বিভিন্ন লেনদেন সমূহের সর্বোচ্চ ও সর্বনিম্ন লিমিট দেখে নিয়েছেন এবং আশা করি এখন আপনি খুব সহজে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন যে কোন এজেন্ট নাম্বারে। বিকাশে বর্তমানে অনেক বেশি মানুষ প্রতারণার শিকার হয় তাই আমরা বিকাশের কোন ওটিপি (OTP) বা কোন কিছুই কখনো কারো সাথে শেয়ার করব না বা কাউকে কিছু বলবো না।

আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের পোস্টের মধ্যে কোথাও আপনার ভুল মনে হলে আমাদেরকে কমেন্ট করে বা whatsapp এ জানাবেন। বাংলায় আরও সকল ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url