বিকাশে টাকা দেখার নিয়ম - বিকাশ কোড কতো

সম্মানিত প্রিয় পাঠক, বিকাশে টাকা দেখার নিয়ম বা বিকাশের কোড বা বিকাশের ব্যালেন্স  কিভাবে চেক করবেন সেটা ভাবছেন? তাহলে আপনি সঠিক একটি পোস্ট এ আসেছেন। কারন এই পোস্ট টি যদি আপনি মনোযোগ সহকারে পড়েন তবে আশা করা যাই সম্পর্কিত এই প্রশ্নগুলোর উত্তর ছাড়াও বিকাশ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন।


বিকাশে টাকা দেখার নিয়ম অনেক সহজ কিন্তু আমাদের অনেকের কাছে এটা অনেক কঠিন মনে হয় তবে আজকে এই পোস্টটি পড়ার পর আপনার কাছেও সব সময় বিকাশে টাকা দেখা সহজ মনে হবে।তাই চলুন তবে শুরু হওয়া যাক।
পোস্ট সূচিপত্রঃ বিকাশে টাকা দেখার নিয়ম - বিকাশ কোড কতো

ভূমিকা

আমাদের পোষ্টের মাধ্যমে জানানোর চেষ্টা করব, খুব সহজে কিভাবে বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে, বিকাশ অ্যাপ এ আপনি কিভাবে ব্যালেন্স চেক করতে পারবেন, কোড ডায়াল করে কিভাবে আপনি প্রিয় নাম্বার সেভ করবেন, আপনার বিকাশ একাউন্ট নাম্বার দেখার নিয়ম কিভাবে দেখতে পারেন ইত্যাদি সকল বিষয় সম্পর্কে থাকছে আমাদের এই পোস্ট।

বিকাশ কোড কতো

আমারা অনেকেই আছি যারা বিকাশ আকাউন্ট থাকা সত্তেও বিকাশে টাকা দেখতে পারিনা খালি তাই নয় বিকাশের কোড জানিনা আমাদের বিকাশ আকাউন্ট চালাতে শুরুতেই দরকার বিকাশের কোড জানা। আমরা যদি বিকাশের কোড না জানি তবে আমরা বিকাশ দিয়ে কোনো কাজ করতে পারবোনা এমন কি আমরা আমাদের বিকাশ আকাউন্টে প্রবেশও করতে পারবো না।

বিকাশের USD ইউএসডি কোড হলো *২৪৭# যেটা দিয়ে ডায়েল করে আমরা বিকাশের যাবতীয় কাজ করতে পারি। বিকাশের ১ নাম্বার অপশন এ থাকে 1. Send Money অপশন, যেই অপশন আমরা ব্যবহার করে টাকা একটি পার্সোনাল আকাউন্ট থেকে অন্য একটি পার্সোনাল আকাউন্টে পাঠাতে পারি।

বিকাশের ২ নাম্বার অপশন এ থাকে 2. Send Money to Non-bkash User এই অপশন ব্যবহার করে আপনি বিকাশ খোলা নেই এমন একটি নাম্বারে টাকা পাঠাই রাখতে পারবেন এবং পরে বিকাশ আকাউন্ট খোলা হলে সেই টাকা আপনি উঠাই নিতে পারবেন।

3. Mobile Recharge বিকাশের এই ৩ নাম্বার অপশন এ গেলে আপনি দেখতে পাবেন মোবাইল রিচার্জের একটা অপশন এই অপশনটি ব্যবহার করে আপনি চাইলে আপনার ফোনে ইচ্ছা মতো রিসার্চ করে যেতে পারেন। আপনি এই অপশনটি ব্যবহার করে প্রয় সকল ফোন টাকা রিচার্জ করে নিতে পারেন।

4. Payment বিকাশের ৪ নাম্বার অপশন। এই অপশন ব্যবহার করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পেমেন্ট করতে পারেন।

5. Cash Out বিকাশের ৫ নাম্বার অপশন। এই অপশন সব থেকে বেশি পরিমানে ব্যবহৃত অপশন। কারন এই অপশন ব্যবহার করে সবাই টাকা উত্তলন কর থাকে।

6. Pay Bill হলো বিকাশের ৬ নাম্বার অপশন। এই অপশন ব্যবহার করে আপনি চাইলে বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্তাদি বিল পরিশোধ করতে পারেন ঘরে বসেই খুব সহজে। বিকাশের ৭ এবং ৮ নাম্বার অপশন সাধারণত সাধারন কাস্টমারের প্রিয়জোন কম হয়না তবে ৮ নাম্বার অপশন থেকে আপনি চাইলে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

9. My Bkash হলো বিকাশের অনেক গুরুত্বপূর্ণ অপশন আপনি এই অপশন এ অনেক কাজ করতে পারবেন। আপনার ব্যালেন্স চেক করা থেকে শুরু করে অনেক কাজ সেগুলো নিচে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

10. Reset PIN বিকাশের সর্ব শেষ অপশন হলো এটা। এই অপশন ব্যবহার করে আপনি চাইলে আপনার বিকাশ এর পিন রিসেট করতে পারবেন যদি আপনি আপনার বিকাশ পিন ভুলে গিয়ে থাকেন তাই এই অপশনটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বাটোন ফোন বিকাশে টাকা দেখার নিয়ম

আমরা যারা বাটোন ফোন বিকাশে টাকা দেখতে জানিনা তাদের কাছে হয়তো অনেক কঠিন মনে হয় বাটোন ফোন বিকাশে টাকা দেখা তবে বিকাশে টাকা দেখা অনেক সহজ। দেখতে অনেক সহজভাবে শিখতে পারবেন আপনি বাটোন ফোন কোড ডায়াল করে বিকাশের টাকা আপনি নিজেই দেখতে পারবেন। চলুন তবে ধাপে ধাপে দেখে নেয়া যাক বিকাশে টাকা দেখার নিয়ম।

ধাপ-১ঃ বিকাশে আমরা যে কোন কাজ করতে চাই না কেন শুরুতে আমাদের দরকার বিকাশ কোড নাম্বার জানা যেটা ডায়েল করে আমরা বিকাশে প্রবেশ করতে পারি। বিকাশ কোড হলো *২৪৭# তুলে যেই নাম্বারে বিকাশ খোলা আছে সেই নাম্বারে ডায়েল করব।


ধাপ-২ঃ *২৪৭# ডায়েল করা শেষ হলে আপনাদের সুবিধার্থে উপরে দেখানো হয়েছে এমন একটি পেজ আমাদের সামনে আসবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ৯ নম্বর অপশন (My bkash/মাই বিকাশ) লেখা এবং আমরা দেখতে পাচ্ছি 9/৯ বসানোর একটি জায়গা আছে ওখানে আমরা ৯ উঠানোর পর (SEND/প্রেরণ করুন) অপশনে ক্লিক করবো।


ধাপ-৩ঃ ৯ নাম্বার অপশন এ ডায়েল করলে লোড নিবে একটু এবং তারপরে উপরে দেখানো হয়েছে এমন একটি পেজ আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যেহেতু আমরা আমাদের বিকাশে টাকা দেখতে চাই তাই আমরা ১ নাম্বার অপশন নির্বাচন করুন বা সিলেক্ট করুন। কারণ ১ নাম্বার অপশন হলো 1. Check Balance অপশন মানে আপনার টাকা দেখার অপশন এটা। এবারে আপনি ১/1 লিখে (SEND/প্রেরণ করুন) অপশনে ক্লিক করবো বা ডায়েল করবো

এবারে আমাদের সামনে এমন একটি পেজ দেখাবে যেখানে আমাদের বিকাশে পাসওয়ার্ডটি দিতে হবে এবং সেখানে বিকাশের পাসওয়ার্ড বসানো হলে (Send/পাঠান) অপশনে ক্লিক করবো তাহলে আমাদের বিকাশ একাউন্টের টাকা আমরা দেখতে পাবো। আমাদের বিকাশ একাউন্টে কত টাকা আছে সেটা আমরা দেখতে পারো।

বিকাশ অ্যাপ এর মাধ্যমে টাকা দেখবো কিভাবে

আপনি যদি বিকাশ অ্যাপ এর মাধ্যমে আপনার বিকাশ একাউন্টে ব্যালেন্স চেক করতে চান বা কত টাকা আছে দেখতে চান তাহলে কিভাবে দেখতে পারেন চলুন দেখে নেওয়া যাক।

বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিকাশ একাউন্টের টাকা চেক করতে আপনাকে শুরুতে আপনার বিকাশ অ্যাপটিতে প্রবেশ করতে হবে। এবং আপনার একাউন্টের কাঙ্খিত পাসওয়ার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে। আপনি বিকাশের প্রবেশ করলে নিচের ছবিটির মতো  এমন একটি পেজ আপনাকে দেখাবে।


এখন আপনি নিশ্চয়ই ওপরে দেখানো ছবিটির মতো একটি পেজ দেখতে পাচ্ছেন এবং ছবিটিতে সবুজ রঙে চিহ্নিত Tap for balance নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে আপনি ক্লিক করলেই আপনার বিকাশের টাকা আপনি দেখতে পাবেন। বিকাশ অ্যাপ এর মাধ্যমে টাকা দেখা সব থেকে সহজ এবং ঝামেলা মুক্ত। আপনি যদি পারেন তবে সব সময় বিকাশ অ্যাপ ব্যবহার করার চেষ্টা করবেন কারন বিকাশ অ্যাপ নিরাপদ বেশি।

বিকাশে কিভাবে প্রিয় এজেন্ট সেট করবো

বর্তমানে বিকাশে প্রিয় এজেন্ট সেট করার মাধ্যমে আমরা অনেক কম খরচে টাকা ক্যাশ আউট করতে পারি। প্রিয় এজেন্ট বর্তমানে বিকাশে অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে প্রিয়জন সেট করার মাধ্যমে আমরা ফ্রিতে সেন্ড মানি এবং কম খরচে ক্যাশ আউট করতে পারছি। তাহলে কিভাবে করব প্রয়োজন সেট চলুন সেটা ধাপে ধাপে চেনে নেওয়া যাক।

ধাপ-১ঃ শুরুতে আমরা বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করবো তার জন্য আমাদের *২৪৭# এই কোডটি ফোন তুলে যেই সিম কার্ডে বিকাশ একাউন্ট খোলা আছে সেই সিম কার্ডে ডায়েল করব। *২৪৭# ডায়েল করা হলে আমাদের সামনে অনেকগুলো অপশনের একটি পেজ দেখাবে সেই ছবিটি নিচে দেখানো হলো।

ধাপ-২ঃ উপরের ছবিটিতে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন দেখাচ্ছে আপনিও নিশ্চয়ই এমন একটি পেজ দেখতে পাচ্ছেন। এবারে আমরা ৯ নাম্বার অপশন নির্বাচন করব বা সিলেক্ট করব। যে অপশনটি হলো 9. My bkash অপশন। ৯ নাম্বার অপশন নির্বাচন করা হলে আমরা (প্রেরণ করুন/SEND) অপশনে ক্লিক করবো। আমরা (প্রেরণ করুন/SEND) অপশনে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি পেজ আপনিও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই।


ধাপ-৩ঃ ওপরের ছবিটিতে চিহ্নিত করা চার/৪ নাম্বার অপশন যেটা প্রিয় নাম্বার সেট বা সেভ করার অপশন এখন আমরা ৪ নাম্বার অপশন সিলেক্ট বা নির্বাচন করবো এবং ৪ নাম্বার অপশন নির্বাচন করা হলে আমরা (প্রেরণ করুন/SEND) অপশনে ক্লিক করবো। আমরা (প্রেরণ করুন/SEND) অপশনে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি পেজ আপনিও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই।


ধাপ-৪ঃ ১/1 নাম্বার অপশন অপরের ছবিটিতে নির্বাচন হয়েছে। কারন ১ নাম্বার অপশন হলো 1. Add Priyo Agent Number মানে প্রিয় নাম্বার সেভ করার অপশন এজন্য আমরা ১ নাম্বার সিলেক্ট করব। ১ নাম্বার অপশন নির্বাচন করা হলে আমরা (প্রেরণ করুন/SEND) অপশনে ক্লিক করবো। আমরা (প্রেরণ করুন/SEND) অপশনে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি পেজ আপনিও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই।

ওপরের  ছবিটিতে প্রিয় নাম্বার সেট করা ছাড়াও আরও তিনটি অপশন আছে। যার মধ্যে ২ নাম্বার অপশন হলো 2. Remove Priyo Agent Number মানে এই অপশন ব্যবহার করে আমরা প্রিয় নাম্বার ডিলিট ও করে দিতে পারবো। এবং ৩ নাম্বার অপশন হলো 3. Check Priyo Agent Number এই অপশন ব্যবহার করে আমরা আপনার বিকাশ একাউন্টে সেট থাকা প্রিয় এজেন্ট নাম্বার দেখতে পাবো। ৪ নাম্বার এ আমরা দেখতে পাবো প্রিয় এজেন্ট নাম্বারে ট্রানজেকশন লিমিট।


ধাপ-৫ঃ ওপরের ছবিটিতে দেখতে পাচ্ছি ২ নম্বর অপশনটি চিহ্নিত করা হয়েছে কারণ এখানে ২ নাম্বার অপশন ব্যবহারের মাধ্যমে টাকা ক্যাশ আউটের জন্য প্রিয় এজেন্ট নাম্বার সেট করা হয় এবং ১ নাম্বার অপশন ব্যবহার করে সেন্ড মানি নাম্বার সেট করা। তবে আমাদের "ক্যাশ আউট" প্রিয় এজেন্ট নাম্বার বেশি দরকার হয়

এজন্য এখানে কেশ আউট এর জন্য প্রিয় এজেন্ট নাম্বার সেট করা দেখানো হয়েছে। আমাদের দরকার অনুযায়ী আমরা যে কোন একটি অপশন সিলেক্ট করার পর (প্রেরণ করুন/SEND) অপশনে ক্লিক করবো। 

ধাপ-৬ঃ এবারে আমরা একটি পেজ পাবেন যেখানে আমরা সিম কার্ড নাম্বার বসানোর অপশন পাবো ওখানে আমরা এজেন্ট নাম্বার দিয়ে দিবো এবং (প্রেরণ করুন/SEND) অপশনে ক্লিক করবো তাহলে আমরা পরের ধাপে চলে যাবো।

ধাপ-৭ঃ নাম্বার বসানোর পরে (প্রেরণ করুন/SEND) অপশন এ ক্লিক করলে আমাদের সামনে একটি পেজ আসবে যেখানে আমাদের ৬ সংখ্যার একটি নাম বা পাস দিতে বলে এটা দিয়ে আবারও আমরা (প্রেরণ করুন/SEND) অপশন এ ক্লিক করবো তাহলেই আমাদের প্রিয় এজেন্ট সেট করা হয়ে যাবে।

বিকাশ একাউন্ট নাম্বার দেখার নিয়ম

আমরা অনেকেই আছি যারা বিকাশ অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে যাই আবার অনেকে আছি যারা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ও ভুলে তবে এটা আমাদের মনে রাখা অনেক জরুরি কেননা বিকাশ আমাদের অনেক কাজে লাগে বর্তমানে বিকাশ ব্যবহার করে আমরা চাইলেই মুহূর্তের ভিতরে অনেক দূর দুরান্তে টাকা পাঠাই দিতে পারি আমাদের বিপদের সময়।

আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ভুলে যাই তারা তাদের কোন সিম কার্ডে বিকাশ করা আছে সেটা জানার জন্য সুধু মাত্র *২৪৭# এই কোডটি ডায়েল করবো। কারন এই কোডটি ডায়েল করলে আমরা বুঝতে পারবো যে এই নাম্বারে বিকাশ খোলা আছে কি নাই। সেটা কি ভাবে সেটা হলো- যদি কোড ডায়েল করে আমাদের সামনে ১০ টা অপশন দেখায় তাহলেই বুঝতে হবে-

এই নাম্বারে বিকাশ খোলা আছে আর না দেখালে ১০ টা অপশন আমাদের বুঝে নিতে হবে আমাদের এই নাম্বারে বিকাশ খোলা নেই। তো আমরা খুব সহজেই এই ভাবে দেখে নিতে পারবো আমাদের কোন সিম কার্ডে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আর কোন সিম কার্ডে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই।

আমাদের শেষ কথা

বিকাশ এর সাহায্য আমরা বর্তমানে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে অনায়াসে টাকা পাঠাতে পারছি এক মুহূর্তে। এখানে যেমন আমাদের অনেক ভোগান্তি কমে যাই  ঠিক এজন্য আমরা অনেক বেশি সুবিধা পায়। তবে এই সুবিধার বিপরিদে কিছু অসাধু লোকের জন্য কিছু অসুবিধাও আছে।
আসুবিধা হলো প্রতারণা, কিছু প্রতারক চক্র আছে যারা আমাদের মতো সহজ সরল মানুষকে বোকা বানিয়ে সকল টাকা হাতিয়ে নেই। সেটা কিভাবে? সেটাতে আমারা নিজেরাই সাহায্য করি প্রতারকদের OTP দিয়ে। মনে রাখতে হবে আমাদের, বিকাশ কখনও আমাদের কাছে থেকে কিছু চাইবে না কখনও। তাই আমরা বিকাশের কোনো কিছু কখনও কারও কাছে বলবো না।
আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের পোস্টের মধ্যে কোথাও আপনার ভুল মনে হলে আমাদেরকে কমেন্ট করে বা whatsapp এ জানাবেন। বাংলায় আরও সকল ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url