মাগরিবের নামাজ কয় রাকাত - মাগরিবের নামাজের নিয়ত

প্রিয় পাঠক, মাগরিবের নামাজ কত রাকাত মাগরিবের নামাজের নিয়ম মাগরিবের নামাজ সম্পর্কে আপনি নিশ্চয়ই জানতে আগ্রহী? তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমাদের এই পোস্টটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তবে নিশ্চিত থাকতে পারেন আপনার মাগরিবের নামাজ সম্পর্কে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

মাগরিবের নামাজের নিয়ম

মাগরিবের নামাজ কত রাকাত কি কি এবং সে নামাজগুলোর নিয়ত কি আরো অনেক কিছু থাকছে আমাদের পোস্টের মধ্যে চলুন তবে দেরি না করে আমাদের মূল পোস্টটি শুরু করা যাক।
পোস্ট সূচিপত্রঃ মাগরিবের নামাজ কয় রাকাত - মাগরিবের নামাজের নিয়ত

ভূমিকা

আমাদের পোস্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব মাগরিবের নামাজ কয় রাকাত এবং কি কি কোন নামাজ কত রাকাত, মাগরিবের সকল নামাজের নিয়ত, মাগরিবের নামাজ পড়ার সঠিক নিয়ম-কানুন সম্পর্কে, কখন মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয় এবং কতক্ষণ পর্যন্ত আপনি মাগরিবের নামাজ আদায় করতে পারবেন সেটা সম্পর্কে

মাগরিবের নামাজ যদি আপনার ছুটে যায় সে ক্ষেত্রে কিভাবে আদায় করবেন এক রাকাত নামাজ ছুটে গেলে কিভাবে আদায় করবেন দুই রাকাত নামাজ বা তিন রাকাত নামাজ ছুটে গেলে কিভাবে আদায় করতে পারেন সেটা সম্পর্কে মাগরিবের নামাজের ফজিলত সম্পর্কে।

মাগরিবের নামাজ কয় রাকাত এবং কতো প্রকার

মাগরিব শব্দের অর্থ কি "সূর্যের অস্তস্থল বা সূর্য ডুবার স্থান। আমরা জানি সূর্যাস্তের পরে যে নামাজ আদায় করা হয় তাকে মাগরিবের নামাজ বলা হয়।

মাগরিবের নামাজ মূলত ৩ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত, এবং ২ রাকাত আপনি চাইলে নফল নামাজ আদায় করতে পারেন। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম মাগরিবের নামাজ ৩ প্রকার হয়। ১. ফরজ ২. সুন্নত ৩. নফল এই ৩ প্রকারের নামাজ আদায় করে হয় সাধারণত। তবে নফল নামাজ আবশ্যক না আপনি ইচ্ছে করলে আদায় করতে পারেন তবে আদায় করাই ভালো।

মাগরিবের নামাজের নিয়ত

মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত

আরবি ভাষায়ঃنَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى ثَلَثَ رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-\

বাংলা উচ্চরনঃ "নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা ছালাছা রাকয়াতি সালাতিল মাগরিব ফারজুল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার"।

বাংলা নিয়তঃ "আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে নিয়্যত করছি, আল্লাহু আকবার"।

মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত

আরবি ভাষাইঃ نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ سُنَّةُ رَسُوْ ا الِلَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

বাংলা উচ্চরনঃ "নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার"।

বাংলা নিয়তঃ "আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে নিয়্যত করছি, আল্লাহু আকবার"।

মাগরিবের দুই রাকাত নফল নামাজের নিয়ত

আরবি ভাষায়ঃ نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِالْنَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

বাংলা উচ্চরনঃ "নাওয়াইতুয়ান উসাল্লিয়া-লিল্লাহি তা'আলা রাকাআতি ছালাতিল নফলি মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা বাতিশ শারীফাতি আল্লাহু আকবার"।

বাংলা ভাষায়ঃ "আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য মাগরিবের দুই রাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে নিয়্যত করছি, আল্লাহু আকবার"।

মাগরিবের নামাজ পড়ার নিয়ম

মাগরিবের এর ফরজ নামাজ পরার নিয়ম- মাগরিবের এর ফরজ নামাজ পরার আগে বা যেকোনো আমল করার আগে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং যেই জাইগাই আলম করব সেটা পবিত্র হতে হবে। এবার আমরা নামাজে দাঁড়াবো কিবলা মূখী হয়ে এবং নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাব।

নামাজে দাঁড়ানোর পরে ছানা (ছানাঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআ-লা জাদ্দুকা, ওয়া-লা ইলাহা গায়রুকা) পাঠ করব। অতঃপর সূরা ফাতেহা এবং সূরা ফাতেহার সাথে মিলিয়ে অন্য একটি সূরা পাঠ করে রুকুতে চলে যাবো। অতঃপর রুকুতে গিয়ে পড়বো সুবহানা রব্বিয়াল "সুবহানা রব্বিয়াল আজিম" পাঠ করতে হবে কমপক্ষে ৩ বার।

অতঃপর সিজদাহতে গিয়ে "সুবহানা রাব্বিয়াল আ'লা" পাঠ করবে হবে কমপক্ষে ৩ বার করে] এবং যথারীতি ২য় রাকাত আদায় করে বৈঠকে বসে আত্তাহিয়াতু পাঠ করতে হবে তারপরে আবার উঠে দাঁড়াতে হবে এবং সূরা ফাতেহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে পড়তে হবে এবং সুকুতে যেতে হবে অতঃপর সিজদাহতে যেতে হবে

তৃতীয় রাকাতে বৈঠকে বসতে হবে, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ সালাম ফিরে নামাজ শেষ করতে হবে। ঠিক একই ভাবে মাগরিবের সুন্নত নামাজ পড়তে হবে প্রথমে নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাতে ছাড়াইতে হবে তারপর ছানা পড়তে হবে অতঃপর সুরা ফাতেহা এবং তার সাথে মিলে একটা ছড়া পড়তে হবে।

অতঃপর রুকু সিজদা করতে হবে এবং একইভাবে দ্বিতীয় রাকাত আদায় করে বৈঠকে বসতে হবে এবং বৈঠকে আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাছুরা পড়ে সালাম ফিরতে হবে ঠিক একই নিয়মে মাগরিবের নফল নামাজ আদায় করতে হবে। এভাবে আপনি মাগরিবের ফরজ সালাত সুন্নত সালাত এবং নফল সালাত আদায় করতে পারেন।

মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু ও শেষ

আমাদের দেশ বাংলাদেশের আমরা সাধারণত দেখি মাগরিবের আজান হওয়ার সাথে সাথে নামাজ শুরু করে দেয় এটা দেখে অনেকে হয়তো ভাবতে পারেন মাগরিবের নামাজের ওয়াক্ত হয়তো অনেক কম তবে আজকে আমরা জানবো মাগরিবের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয় সে সম্পর্কে

মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয় সাধারণত মাগরিবের আযান দেওয়ার পরে এবং মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হয় আযান দেওয়ার পর থেকে ৪৫মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত মাগরিবের নামাজের ওয়াক্ত থাকে আপনি চাইলে এ সময়ের মধ্যে যেকোনো সময় মাগরিবের সালাত আদায় করতে পারেন

মাগরিবের নামাজ ছুটে গেলে কিভাবে পড়বো

মাগরিবের নামাজ তিন রাকাত এখন এই তিন রাকাত মাগরিবের নামাজের মধ্যে আমাদের এক রাকাত ছুটে যেতে পারে বা দুই রাকাত ছুটে যেতে পারে বা অনেক ক্ষেত্রে তিন রাকাত নামাজের ছুটে যেতে পারে তাহলে এই নামাজ আমরা কিভাবে পড়তে পারি চলুন জেনে নেওয়া যাক

১ রাকাত নামাজ ছুটে গেলে কিভাবে নামাজ আদায় করব

মাগরিবের নামাজ জামাতে আদায়ের সময় আমাদের এক রাকাত সালাত ছুটে যেতে পারে এ ক্ষেত্রে আমরাদের নিয়ত করার কোন প্রয়োজন নেই শুধুমাত্র আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে। এবং ইমামের সাথে দ্বিতীয় রাকাত নামাজ শুরু করব

ইমামের সাথে দ্বিতীয় রাকাত এবং তৃতীয় রাকাত নামাজ শেষ করার পরে ইমাম যখন সালাম ফিরাবে তখন আমরা সালাম না ফিরে ইমামে সালাম ফিরে শেষ হলে দাঁড়িয়ে যাবে এবং আমাদের ছুটে যাওয়া এক রাকাত নামাজ আদায় করব। এবং ছুটে যাওয়া এক রাকাত নামাজে চেষ্টা করবেন সূরা মিলিয়ে বাকি ১ রাকাত নামাজ আদায় করার, কুরআনের শুরুর দিকের সূরা পাঠ ছুটে যাওয়া নামাজ আদায় করবেন।

২ রাকাত নামাজ ছুটে গেলে কিভাবে নামাজ আদায় করব

অনেক ক্ষেত্রে আমাদের আমাদের দুই রাকাত নামাজ ছুটে যেতে পারে এক্ষেত্রে তৃতীয় রাকাতে ইমামের সাথে আদায় করব বৈঠকে বসে ইমাম যখন সালাম ফিরাবে তখন আমরা সালাম না ফিরিয়ে উঠে দাঁড়াবো ইমামে সালাম ফেরার শেষ হলে। অতঃপর সুরা ফাতেহা পাঠ করে এবং তার সাথে অন্য ছোড়া মিলিয়ে পাঠ করা শেষ হলে রুকুতে যাব

তারপর সিজদাতে যাব এবং আমাদের পাওয়া দ্বিতীয় রাকাতে আবারও বৈঠক করবো এই বৈঠকে আমরা শুধুমাত্র আত্তাহিয়াতু পরে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবো। একইভাবে তৃতীয় রাকাত শেষ করে আবার বৈঠক করবো এবং আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরব।

৩ রাকাত নামাজ ছুটে গেলে কিভাবে নামাজ আদায় করব

অনেক ক্ষেত্রে এমন হয় যে আমাদের তিন রাকাত নামাজের ছুটে যায় শুধুমাত্র বৈঠক পায় শেষের রাকাতে এক্ষেত্রে আমাদের করণীয় হল যতটুকু পেয়েছি ইমামের সাথে আদায় করা এবং ইমাম সালাম ফেরানোর পর আমরা সালাম না ফিরে দাঁড়িয়ে যাব এবং প্রথমে এক রাকাত সালাত আদায় করব প্রথমে এক রাকাতে বৈঠকে বসবো

আত্তাহিয়াতু পড়ে দাঁড়িয়ে যাবো অতঃপর দুই রাকাত পড়ার পর আবার বৈঠকে বসবো এবং আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরে নামাজ শেষ করব। এভাবে আমরা তিন রাকাত নামাজ ছুটে গেলে বাকি নামাজ সম্পন্ন করব।

মাগরিবের নামাজের ফজিলত

মাগরিবের নামাজের ফজিলত বা গুরুত্ব এত বেশি যে মহান আল্লাহ তায়ালা বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে "আপনি অধিক হারে আল্লাহ তায়ালাকে স্মরণ করুন আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা ও মহিমা ঘোষনা করুন" তাফসির বীদরা বলেন এই আয়াতটি দ্বারা আল্লাহ তালা ফজর এবং মাগরিবের নামাজকে গুরুত্ব তুলে ধরেন।

কারণ এই দুইটি সময়ে প্রকৃতিতে পরিবর্তন ঘটে দিন ও রাতে পালা বদল ঘটে থাকে। হাদীস শরীফে হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত আছে যে- বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আল্লাহর ইবাদতের জন্য মসজিদে যায় এবং যতবার যাই ততবারই জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারীর উপকরণ তৈরি করা হয়।

এছাড়াও মাগরিবের সুন্নত নামাজের অনেক ফজিলত রয়েছে, যে ব্যক্তি নিয়মিত গুরুত্ব সহকারে মাগরিবের সুন্নত নামাজ আদায় করবে মহান আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন এজন্য আমরা সুন্নত নামাজও গুরুত্বের সাথে আদায় করব ইনশাআল্লাহ।

শেষ মন্তব্য

যেকোনো কাজ বা যে কোন ইবাদত করতে সেটা সম্পর্কে সঠিক ভাবে জানতে হবে আমাদেরকে আমরা এই পোস্টে মাগরিবের নামাজ সম্পর্কে আপনাদেরকে যথাসাধ্য জানানোর চেষ্টা করেছি যেন আপনি সঠিকভাবে মাগরিবের সালাত আদায় করতে পারেন। নামাজ বেহেস্তের চাবি আমরা জানি সেটা কিন্তু কয়জনে মানে চলুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়।

আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের পোস্টের মধ্যে কোথাও আপনার ভুল মনে হলে আমাদেরকে কমেন্ট করে বা whatsapp এ জানাবেন। বাংলায় আরও সকল ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url