২০২৪ এর জিমেইল অ্যাকাউন্ট লগইন করার নতুন নিয়ম

প্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই জিমেইল অ্যাকাউন্ট আপনার ফোনে লগইন করতে পারছেন না কিন্তু আপনার জিমেইল একাউন্ট লগইন করা দরকার? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন, আমাদের এই পোস্টটি আপনি মনোযোগ সহকারে পড়লে অবশ্যই আপনার জিমেইল একাউন্ট আপনি নিজেই লগইন করতে পারবেন।
জিমেইল অ্যাকাউন্ট লগইন করার নতুন নিয়ম

এছাড়াও আপনার জিমেইল অন্য কেউ ব্যবহার করছে কিনা অন্য কারো ফোনে লগইন আছে কিনা সে সম্পর্কেও আমরা এই পোস্টে মাধ্যমে আপনাকে জানাবো, চলুন তবে শুরু হয়ে যাক।
পোস্ট সূচিপত্রঃ ২০২৪ এর জিমেইল অ্যাকাউন্ট লগইন করার নতুন নিয়ম

ভূমিকা

আমারা এই পোস্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব ২০২৪ সালের নতুন নিয়ম কিভাবে আপনি আপনার জিমেইল একাউন্ট আপনার ফোনে লগইন করবেন সেটা সম্পর্কে বিস্তারিত। এছাড়াও থাকছে, জিমেইল একাউন্ট কি, আপনার জিমেইল অ্যাকাউন্ট অন্য কোন ফোনে লগইন আছে কিনা বা অন্য কেউ জিমেইল অ্যাকাউন্টটি চালাচ্ছে কিনা সেটা কিভাবে দেখবেন সে বিষয় সম্পর্কেও আমারা এই আর্মটিকেল এর মধ্যে বিস্তারিত দেখাবো। আশা করি আপনি ভালো লাগবে এবং আপনার উপকারে আসবে।

জিমেইল অ্যাকাউন্ট কি

জিমেইল(Gmail) হলো একটি ওয়েবমেইল, যেটা ফ্রী ব্যবহার করা যাই এটাকে বিনামূল্য ওয়েবসাইট বলা হয়ে থাকে। জিমেইল এর সার্ভিস দিয়ে থাকে গুগল। জিমেইলে অনেক ধরনের সুবিধা পাওয়া যাই।

জিমেইল একাউন্ট এর কাজ কি

জিমেইল একাউন্ট এর কাজ কি যদি প্রশ্ন করেন তবে আমরা আপনাকে বলবো আপনার ফোন থেকে শুরু করে কম্পিউটার বা ল্যাপটপ সব কিছুতেই আপনি জিমেইল অ্যাকাউন্ট ছাড়া কোন কাজই প্রায় করতে পারবেন না। কারণ প্রায় প্রতিটা কাজের জন্যই আপনাকে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।
আপনার ফনের Play Store থেকে শুরু করে ইউটিউব(YouTube) ক্রোম(Chrome) বা অন্য যেকোন ব্রাউজার ব্যবহার করেন না কেন আপনাকে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে তারপরে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি Play Store ব্যবহার করতে না পারলে কোন অ্যাপ আপনি ডাউনলোড দিতে পারবেন না। এক কথায় আপনি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার ছাড়া কিছুই করতে পারবেন না তেমন।

জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এক জায়গা থেকে অন্য জাইগাতে আপনার গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো থেকে শুরু করে যেকোনো সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি আপনি যাই কিছু ব্যবহার করেন না কেন আপনার অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। এজন্য সঠিকভাবে জিমেইল একাউন্ট খোলা এবং লগইন করা এবং সেটা সম্পর্কে জানা অনেক দরকার।

জিমেইল অ্যাকাউন্ট লগইন করার নিয়ম

ধাপ-১ঃ জিমেইল একাউন্ট লগইন করার নিয়ম আমরা আপনাকে ছবি আঁকড়ে দেখাবো যেন আপনি বুঝতে সুবিধা হয়। আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে জিমেইল একাউন্ট লগইন করতে হলে আপনার ফোনের প্লে স্টোরে ঢুকতে হবে এবং তারপর নিচে ছবিটিতে চিহ্নিত জায়গাটিতে চাপ দিতে হবে।

ধাপ-২ঃ ওপরে চিহ্নিত জায়গাটিতে ক্লিক করে আপনি যদি ভিতরে ঢুকেন তবে নিচে দেখা যায় এমন একটি পেজ আপনার ফোনে দেখাবে। এবার আপনাকে নিচের ছবিটিতে চিহ্ন করা অংশতে ক্লিক করতে হবে।ক্লিক করলে দেখতে পাবেন ওখানে লেখা আছে (Add another account)। Add another account অপশনে ক্লিক করলে আপনার ফোনে লক চাইবে যে পাসওয়ার্ডটি আপনার ফোনে ঢোকার সময় ব্যবহার করেন। 



ধাপ-৩ঃ আপনার ফোনে পাসওয়ার্ড টি দেওয়ার পর ভেরিফাই হওয়ার পর যে এটা আপনি তারপর আপনার সামনে নিচে দেখা যাচ্ছে এমন একটি পেজ আসবে ওখানে আপনার ইমেইল অথবা আপনার ফোন নাম্বার দিতে হবে দিয়ে পরবর্তী (Next) ক্লিক করতে হবে।
ধাপ-৪ঃ পরবর্তী (Next) অপশনে ক্লিক করলে নিচে দেখা যায় এমন একটি পেজ আপনাকে দেখাবে। এবং সেখানে আপনার জিমেইল খোলার সময় জিমেইলে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি নিচে চিহ্নিত ঘর ওখানে বসাতে হবে এবং আগের মত পরবর্তী (Next) অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-৫ঃ আশা করি আপনিও আপনার জিমেইল পাসওয়ার্ডটি যথাস্থানে বসিয়েছেন। এখন যদি আপনার ফোনে নিরাপত্তার জন্য টুরিস্ট টু-স্টেপ (2-Step Verification) ভেরিফিকেশন চালু করা থাকে তাহলে নিচে দেখা যায় এমন একটি পেজ আপনার সামনে দেখাবে আর যদি টু-স্টেপ (2-Step Verification) ভেরিফিকেশন চালু করা না থাকে তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে।
আর যদি আপনার জিমেইল একাউন্টটিতে  টু-স্টেপ (2-Step Verification) ভেরিফিকেশন চালু থাকে তবে নিচে দেখা যায় এমন একটি পেজ আপনাকে দেখাবে এবং সেখানে আপনার নম্বরের শেষের দুটি সংখ্যা দেখাবে ওই নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানো হবে। 
ধাপ-৬ঃ আমরা আপনাকে বলব অবশ্যই আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটিতে টু-স্টেপ (2-Step Verification) ভেরিফিকেশন চালু করে রাখবেন আপনার নিরাপত্তার জন্য এটা অনেক জরুরী। এটা ব্যবহার না করলে আপনার জিমেইল একাউন্ট সুরক্ষিত থাকবে না।

আপনি নিশ্চয়ই ভেরিফিকেশন কোড পেয়েছেন এবং নিচে ছবিটিতে দেখা যায় এমন একটি পেজ দেখতে পাচ্ছেন। এবার ভেরিফিকেশন কোড বসানোর জায়গায় আপনি আপনার ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেন তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে
আশা করি এখন আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি সফলভাবে লগইন করেছেন। আমরা একদম সহজ ভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা জিমেইল অ্যাকাউন্ট লগইন করার পদ্ধতি যেন সবাই অনেক সহজেই আমাদের পোস্টটি পরে তার জিমেইল অ্যাকাউন্টি লগইন করতে পারে।

আমার জিমেইল অ্যাকাউন্ট অন্য ফনে লগইন আছে কি-না

ধাপ-১ঃ আপনার জিমেইল অ্যাকাউন্ট অন্য ফোন লগইন আছে কিনা সেটা দেখতে হলে আপনাকে শুরুতে ঢুকতে হবে গুগল প্লে স্টরে (Google Play store)। গুগল প্লে স্টরে ঢোকার পরে আপনাকে যেতে হবে যেখানে সেটা আমরা নিচে ছবিতে চিহ্ন করে রেখেছি। নিচে দেখা যাই ঠিক এমনটা আপনি আপনার প্লে স্টরে ঢুকলে দেখতে পাবেন এবং আমরা যে জায়গায় চিহ্নিত করে দেখেছি আপনার ফোনে ওই জায়গায় ক্লিক করুন
ধাপ-২ঃ নিশ্চয়ই আপনি উপরে ছবিতে চিহ্নিত জায়গাটিতে ক্লিক করেছেন, এবং ক্লিক করে নিচে দেখা যায় এমন একটি পেজ আপনার সামনে এসেছে। নিচের ছবিটিতে দেখতে পাচ্ছেন ম্যানেজ গুগল একাউন্ট (Manage your Google Account) লিখা যেটা আমরা নিচের ছবিটিতে একটি বক্স করে তীর দিয়ে চিহ্নিত করে রেখেছি ওখানে ক্লিক করুন।
ধাপ-৩ঃ ম্যানেজ গুগল একাউন্ট (Manage your Google Account) লিখাতে ক্লিক করেছেন আপনি নিশ্চয়ই, ম্যানেজ গুগল একাউন্ট (Manage your Google Account) লিখাতে ক্লিক করলে এমন একটি পেজ আসবে যেখানে নিরাপত্তা (Security) নামক একটা অপশন থাকবে, যেটা আমরা নিচের ছবিটিতে চিহ্নিত করে দেখিয়েছে। ওই নিরাপত্তা (Security) অপশনটিতে ক্লিক করুন

ধাপ-৪ঃ নিরাপত্তা (Security) আপনি নিশ্চয়ই ক্লিক করেছেন এবং নিরাপত্তা (Security) অপশনে ক্লিক করলে পেজ আসবে সেই পেজটির কিছুটা নিচের দিকে আসবেন, আসলে দেখতে পাবেন যে Your devices লিখা এবং ঠিক তার নিচে Where you're singed in লিখা আছে এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন আমরা চিহ্নিত করে রেখেছি ওটাতে বা নীল কালি দিয়ে লিখা Manage all devices এই অপশনটিতে ক্লিক করুন।
ধাপ-৫ঃ আপনি নিশ্চয়ই ওপরে নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন তাহলে এবারে আপনার সামনে একটি পেজ এসেছে যেটাতে আপনি দেখতে পাচ্ছেন, আপনার জিমেইল অ্যাকাউন্টটি কোন ফোনে বা কোন ডিভাইসে, কবে, কখন লগইন করা হয়েছে বা হয়েছিল ঠিক তেমন একটা পেজ এর ছবি আমরা নিচে দেখিয়েছি।

জিমেইল অ্যাকাউন্ট অন্য ফনে লগইন থাকলে লগ আউট করার উপায়

আমরা আপনাকে দেখেছি কিভাবে আপনি বের করতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্টটি কোন ফোনে বা ডেস্কটপে এক কথায় কে কে ব্যবহার করছে সেটা দেখতে পারবেন এবারে আপনাকে দেখাবো আপনার জিমেইল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করলে তাকে কিভাবে বের করে দিবেন।

আপনি দেখতে পারেন নিশ্চয়ই কয়জন লগইন আছে ঠিক ওখানেই  >  এমন একটি চিহ্ন রয়েছে বা যে ডিভাইস গুলো অ্যাক্টিভ আছে যে ডিভাইস গুলো আপনি দেখতে পাচ্ছেন যেটা আপনি লগ আউট করতে চান সেটার উপরে ক্লিক করলে আপনি লগ আউট অপশনটি দেখতে পাবেন এবং সেখান থেকে লগ আউট করে দিলে যে ডিভাইসটি আপনি লগ আউট করে দিলেন সে আর আপনার জিমেইলে ঢুকতে পারবে না।

লেখকের মন্তব্য

জিমেইল অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস জিমেইল একাউন্ট কেউ যদি এক্সেস পেয়ে থাকে বা কেউ যদি লগইন করতে পারে তবে সে আপনার যাবতীয় তথ্য পেয়ে যেতে পারে এজন্য আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে অবশ্যই টু-স্টেপ (2-Step Verification) ভেরিফিকেশন চালু করে রাখবেন যেটা আপনার জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে।

আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের পোস্টের মধ্যে কোথাও আপনার ভুল মনে হলে আমাদেরকে কমেন্ট করে বা whatsapp এ জানাবেন। বাংলায় আরও সকল ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url