হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

প্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গাছেন? আপনি নিশ্চয়ই জানতে কিভাবে সহজে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে এবং ফোন নাম্বর হারিয়ে গেলেও আইডি ফিরে পাবার উপাই? তাহলে আপনি সঠিক জাইগাই এসেছেন। এই পোস্টটি পড়লে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজেই রিকভারি করতে পারবেন চলুন তবে শুরু করা যাক

বিস্তারিত জানার আগে পেজ সূচিপত্র দেখে নিই এই পোস্টের মাধ্যমে জানাবো কিভাবে নাম্বার ছাড়াও ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ড রিকভারি করবেন। বিস্তারিত জানতে সাথেই থাকুন।
পোস্ট সূচিপত্রঃ হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

ভূমিকা

আই পোস্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করবো, আপনার ফেসবুক আইডি লগিং না থাকা অবস্থাই পাসওয়ার্ড ভুলে গেলে এবং নাম্বরটি হারিয়ে গেলেও (যেই নাম্বার দিয়ে ফেসবুক খোলা হয়েছিল ) কিভাবে আপনার ফাসবুক আইডি ফিরে পাবেন আগের মতো ব্যবহার করতে পারবেন সেটা সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন । চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক কিভাবে ফাসবুক আইডি ফিরে পাওয়া যাই ।

ফেসবুকে প্রবেশ এবং Forgot password

আপনি আপনার ফোন বা আপনার ডেক্সটপ থেকে শুরুতেই ফেসবুক অ্যাপ বা গুগল ক্রোম অথবা যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন । ফেসবুকে প্রবেশ করলে আপনি যেমন দেখতে পাবেন নিচে দেখানো হল

ওপরে যেমন দেখতে পাচ্ছেন আপনার ডিভাইজয়েও ঠিক এমন টাই দেখতে পাবেন। যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গাছেন তাই আপনাকে (Forgot password?) করতে হবে। Forgot password করার মাধ্যমে ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করা যাই । ওপরে ছবিতে দেখতে পাচ্ছেন সবুজ রঙ এ মার্ক করা (Forgot password) লিখা অপশনটিতে ক্লিক করুন। এবারে আপনার আইডি খোঁজর অপশন পাবেন

যেভাবে ফেসবুক আইডি খুঁজে বের করবেন

Forgot password লিখা অপশনটিতে ক্লিক করলে আপনি ( Find your account ) অপশন দেখতে পাবেন । মানে আইডি খোঁজার অপশন দেখতে পাবেন। Forgot password ক্লিক করলে আপনি যেমন দেখতে পাবেন সেটা নিচে দেওয়া হল

Forgot password ক্লিক করলে ওপরের যেমন ছবি দেখতে পাচ্ছেন আপনিও তেমন দেখতে পাবেন । এখানে ২ টা উপায়ে ফেসবুক আইডি খুঁজে বের করতে পারেন।
  • নাম্বার দিয়ে যেটা ফেসবুক আইডিতে ব্যবহার করেছেন
  • জিমেইল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি সেটা ফেসবুকে ব্যবহার করে থাকেন
আপনি যদি শুধু নাম্বার ব্যবহার করে থাকেন তবে ফাঁকা ঘরে আপনার নাম্বার বসিয়ে নীল রঙ এর বাটন এর মধ্যে দেখতে পাচ্ছেন (Find account) লিখাই ক্লিক করেন (একই ভাবে আপনি জিমেইল অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে থাকলে সেটা বসিয়েও Find account অপশনে ক্লিক করে আপনার ফেসবুক আইডি খুঁজে বের করতে পারেন)। Find account অপশন এ ক্লিক করলেই আপনার আইডি দেখতে পাবেন।

নাম্বার ছাড়াও যেভাবে ভেরিফিকেশন কোড পাঠিয়ে রিকভারি করবেন

Find account অপশন এ ক্লিক করলেই আপনার নাম্বারে যতগুলো ফেসবুক আইডি খোলা আছে বা আপনার জিমেইল এ যতগুলো ফেসবুক আইডি খোলা আছে সবগুলো আপনি দেখতে পাবেন। তারপর আপনি আকাধিক অ্যাকাউন্ট থাকলে যেটা আপনি লগিং করতে চান সেটাতে ক্লিক করেন। ক্লিক করলে যেমন দেখাবে সেটা নিচে দেওয়া হল
আপনি যেই আইডি লগিং করতে চান সেটাতে ক্লিক করলে ওপরের ছবিটির মতো দেখাবে । সেখানে নাম্বার এ ভেরিফিকেশন কোড পাঠানো ছাড়াও অনেক গুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে আছে, 
  • Whats App এ ভেরিফিকেশন কোড নিতে পারেন (যেই নাম্বার দিয়ে ফেসবুক খোলা ছিল ওই নাম্বারে Whats App খোলা থাকতে হবে)।
  • Gmail account এ ভেরিফিকেশন কোড নিতে পারেন (যেটা আপনি ফেসবুকে ব্যবহার করেছিলেন।
আপনার যেই অপশন দরকার সেটা সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করেন। এবার আপনি যেখানে ভেরিফিকেশন কোড নিয়েছেন সেখানে গিয়ে ভেরিফিকেশন কোড সংগ্রহ করুন। যেটা রিকভারি করতে লাগবে।

ভেরিফিকেশন কোড বসিয়ে যেভাবে রিকভার করবেন

আপনি যখন সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করবেন তখন ভেরিফিকেশন কোড চলে যাবে এবং তখন যেমন দেখতে পাবেন সেটা নিচে দেওয়া হল

ওপরে ছবিতে দেখতে পাচ্ছেন ফাঁকা জাইগা যেখানে (Enter code) লিখা সেটা ভেরিফিকেশন কোড (OTP) বসানোর অপশন । ঠিক একই রকম আপনিও দেখতে পাচ্ছেন এবার ভেরিফিকেশন কোড বসানোর যাইগাই আপনি আপনার সংরক্ষিত ভেরিফিকেশন কোড (OTP) বসিয়ে দিন। ভেরিফিকেশন কোড বসানো হলে Continue এ চাপ দিন। continue করলে আপনি আপনার ফেসবুক আইডি আবার আগের মতো ফিরে পাবেন ইনশাআলাহ ।

লেখকের মন্তব্য

আমাদের এই পোস্টের মাধ্যমে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি কিভাবে রিকভারি করতে পারবেন। আমাদের পোস্টের কথা অনুযায়ী আপনি কাজ করলে অবশ্যই আপনার ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করা যাবে। যদি আমাদের পোস্টটি আপনার কাছে ভুল মনে হয় তবে আমাদের জানাবেন আশা করি।
আরও পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং কি - ডিজিটাল মার্কেটিং এর প্রধান স্তম্ভ কয়টি জানতে ক্লিক করুন
আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের পোস্টের মধ্যে কোথাও আপনার ভুল মনে হলে আমাদেরকে কমেন্ট করে বা whatsapp এ জানাবেন। বাংলায় আরও সকল ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url