কম খরচে কোন জাতের হাঁস পালন বেসি লাভজনক
প্রিয় পাঠক, বর্তমান সময়ে হাঁস পালন অনেক বেশি লাভজনক যদি আপনি সঠিক পদ্ধতিতে
পালন করেন তবে। আমরা যদি কম খরছে ভাল হাঁস পালন করতে পারি তাহলেই আমাদের বেশি লাভ
হবে। কম খরছে কোন জাতের হাঁস পালন বেশি লাভজনক হবে সেটা যদি আপনি জানতে চান তাহলে
এই পোস্ট আপনার জন্য। আমাদের এই পোস্ট আপনি মনোযোগ সহকারে পড়লেই আপনি বুঝতে
পারবেন কম খরচে কোন জাতের হাঁস পালন বেসি লাভজনক।
বাংলাদেশে অনেক হাঁস আছে যেগুলো আমরা অনেক কম খরচে পালন করে অনেক বেশি লাভ করতে
পারি। যদি আপনি এই সকল বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। চলুন
তবে শুরু করা যাক।
পোস্ট সূচিপত্রঃ কম খরচে কোন জাতের হাঁস পালন বেসি লাভজনক
ভুমিকা
এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব , কম খরচে বেশি
লাভবান হবেন কোন জাতের হাঁস পালন করলে , বেশি ডিম পাওয়ার জন্য কোন জাতের
হাঁস পালন করবেন , মাংসের জন্য কোন হাঁস পালন করবেন , ডিম ও মাংস উভয়ের জন্য কন
জাতের হাস পালন করবেন, ইত্যাদি হাঁস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের
সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন তবে শুরু করা যাক
কোন জাতের হাঁস পালন সর্বাধিক লাভজনক
বর্তমান দেশের প্রেক্ষাপটে চাকরির বাজার অনেক খারাপ সেটা সবাই জানেন আর তাই
আমাদের ভালো উদ্যোক্তা হওয়ার একটি ভালো প্লাটফরম হাঁস পালন। আপনি সর্বাধিক
লাভবান হবেন কোন জাতের হাঁস পালন করলে সেটা জানতে হলে আপনাকে জানতে হবে , কতো
প্রজাতির হাঁস আছে , সর্বাধিক ডিমের জন্য কোন জাতের হাঁস আপনি পালন করবেন ,
মাংসের জন্য কোন জাতের হাঁস পালন করবেন , মাংসের বা ডিম উভয়ই এর জন্য কোন
জাতের হাঁস পালন করবেন যেটা কম খরচে বেশি লাভজনক হবে। চলুন তবে আই বিষয়গুল
বিস্তারিত জেনে নেওয়া যাক।
সর্বাধিক ডিম এর জন্য কোন হাঁস পালন করব
খাকি ক্যাম্বেল হাঁস সর্বাধিক ডিম দেয়। ডিমের জন্য খামারিদের কাছে সব থেকে
জনপ্রিও হাঁসের প্রজাতি হল খাকি ক্যাম্বেল। চলুন তাহলে খাকি ক্যাম্বেল সম্পরকে
বিস্তারিত জানা যাক
ডিমের জন্য বিখ্যাত ও জনপ্রিও হাঁসের প্রজাতির নাম হল খাকি ক্যাম্বেল। খামারে
পালন এর জন্য খাকি ক্যাম্বেল খামারিদের কাছে সব থেকে বেশি জনপ্রিয়। এবং এরা
শান্ত , শক্ত ও বন্ধুত্বপূর্ণ হওয়াই পালন করতে সুবিধা হয়। মাঝারি আকারের খাকি
১.৫ - ২.২ কেজি হয়ে থাকে। ক্যাম্বেল হাঁস গুলো সাধারণত ২-৩ মাসের মধ্যে ডিম
দেয় এবং এই হাঁসগুলা প্রাই ২৮০-৩০০ ডিম প্রতি বছরে। খাকি ক্যাম্বেল হাঁসগুলো
২-৩ বছর ডিম দিতে সক্ষম।
এই হাঁসগুলো মুক্ত অবস্থাই পালন করা যাই আবার আবদ্ধ অবস্থায় ও পালন করা যাই। মুক্ত অবস্থাই এরা খাল বিল বা পুকুর থেকে নিজেরাই
খাবার সংগ্রহ করতে পারবে। নিজেরা খাবার সংগ্রহ করলেও সকাল ও হাঁসগুলো ঘরে
ওঠানোর সমই খাবার দিতে হবে। আর আবদ্ধ অবস্থায় পালন করলে ৩ বেলা পর্যাপ্ত
পরিমাণ খাবার দিতে হবে। এদের সাধারনত ১২৫-১৫০ গ্রাম খাদ্য দরকার
হয়।
কোন প্রজাতির হাঁস কতগুলো ডিম দেয়
- দেশি হাঁস সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি যে দেশি হাঁস অন্য যেকোনো হাঁসের তুলনাই একটু দেরিতে ডিম দিয়ে থাকে। দেশি হাঁসের বয়স সাধারণত পাঁচ থেকে ছয় মাস হলে ডিম দেওয়া শুরু করে। দেশি হাঁস সাধারণত ৮০-৯০ টি ডিম দেয়। কিন্তু উন্নত বাবস্থাপনার মাদ্ধমে ২০০-২১০ টি ডিম প্রতি বছরে দেশি হাঁস দিতে সক্ষম
- খাকি ক্যাম্বেল খামারে পালন এর জন্য খামারিদের কাছে সব থেকে বেশি জনপ্রিয়।ক্যাম্বেল হাঁস গুলো সাধারণত ২-৩ মাসের মধ্যে ডিম দেয় এবং এই হাঁসগুলা প্রাই ২৮০-৩০০ ডিম প্রতি বছরে। খাকি ক্যাম্বেল হাঁসগুলো ২-৩ বছর ডিম দিতে সক্ষম।
- ইন্ডিয়ান রানার জাতের হাঁসগুলা পালন এর জন্য যথেষ্ট উপযোগী। রানার জাতের এই হাঁসগুলা খাকি ক্যাম্বেল হাঁসের তুলনাই কম দিলেও এর ডিম দেওয়ার সংখ্যা ২০০ - ২২০ টি দিম দেয় বছরে।
- বেইজিং বা পিকিন জাতের হাঁস সাধারনত দেশি হাঁস , ইন্ডিয়ান রানার , খাকি ক্যাম্বেল এসকল হাঁসের তুলনাই কম ডিম দিলেও বেইজিং বা পিকিন জাতের হাঁস ১৫০ - ১৮০ টি ডিম দেয় কিন্তু এরা লাগাদার ডিম দেয় না। এই হাঁস গুলো ৩ - ৪ মাসের মধ্যেই ডিম দেয়। বেইজিং জাতের হাঁস মাংসের জন্য বিখ্যাত।
- রাজহাঁস দেশি হাঁস , ইন্ডিয়ান রানার , খাকি ক্যাম্বেল এসকল হাঁসের তুলনাই অধিক বড়। রাজহাঁস ২২-২৭ টি ডিম দেয় বছরে। ১৪০-১৫০ গ্রাম ওজন বিশিষ্ট হয় এদের ডিম। দেশি হাঁস , ইন্ডিয়ান রানার , খাকি ক্যাম্বেল এসকল হাঁসের তুলনাই অনেক কম ডিম দেয়।
কোন জাতের হাঁস কম সময়ে অধিক বড় হয়
কোন জাতের হাঁস কম সময়ে অধিক দ্রুত বড় হয় চলুন বিস্তারিত জেনে নেওয়া
যাক
- আমারা জেনেছি যে হাঁসের সকল জাতের মধ্যে রাজহাঁস সব থেকে বেশি বড় হয় তারপরে বেইজিং জাতের হাঁস ওজনে বেশি হয়। মাংসের জন্য তাই রাজহাঁস ও বেইজিং হাঁস এই দুই জাতের হাঁস বেশি প্রচলিত।
- রাজহাঁস আকারে ও ওজনে সব থেকে বড় জাতের হাস। এই হাঁসের নর গুল প্রাপ্তবয়স্ক হলে ১২-১৩ কেজি ওজনের হয়ে থাকে এবং নারী গুল প্রাপ্তবয়স্ক হলে ৯-১০ কেজি হয়ে থাকে। অন্য যেকোনো হাঁসের তুলনাই কম ডিম দেই কিন্তু মাংসের পারিমান সব থেক বেশি হয়। রাজহাঁসের বয়স ৭০ - ৮০ দিন হলেই এগুলো মাংস হিসাবে খাবার উপযুক্ত হয়ে যাই। তুলনামুলক অল্প দিনে ৭০-৮০ দিনেই এই হাঁসগুলোর ওজন (৪ - ৪.৫) কেজি হয়ে থাকে। আর তাই রাজহাঁস মাংসের জন্য পালন করা অধিক লাভজনক
- বেইজিং জাতের হাঁস খামারিদের কাছে সব থেকে বেশি জনপ্রিয় মাংসের জন্য। কারন এই হাসের মাংস অন্য যেকোনো হাঁসের তুলনাই দ্রুত বৃদ্ধি পাই এবং এই হাঁসের বুকের মাংস অনেক বেশি থাক। এছাড়াও এদের মাংস অনেক সুস্বাদু হওয়াই এটা অতি দ্রুত মাংসের জন্য জনপ্রিয় হয়েছে। এরা ২.২- ৫.২ কেজি ওজন বিশিষ্ট হয়। ২-৩ বছর পরে ডিম দেওয়া কমে গেলে এদের মাংস হিসাবে বিক্রি করা হয়।
মাংস ও ডিম উভয়ের জন্য কোন জাতের হাঁস লাভজনক
আপনার চিশ্চই ওপরের লিখা দেখে বুজতে পেরেছেন কিছুটা হলেও মাংস ও ডিম দুইটার জন্যই সব থেকে ভাল জাতের হাঁস হল বেইজিং। কেন বেইজিং ? চলুন জেনে নেওয়া যাক।ডিম নেওয়া শেষ হলে এগুলো মাংস হিসাবে বিক্রি হয়। ২ বসর পরে হাঁসগুলোর ওজন প্রাই ২.৪- ৫.২ কেজি হয়। যা দেশি হাঁস , ইন্ডিয়ান রানার , খাকি ক্যাম্বেল হাঁসের তুলনাই আকারে অনেক বর। এছাড়াও এদের বুকে মাংস বেশি এবং অনেক সুস্বাদু হওয়াই ক্রেতাদের কাছে অনেক জনপ্রিয়। এবং মাংসের জন্য পালনে খামারিদের কাছেও ব্যাপক জনপ্রিয়।
লেখকের শেষ কথা
আপনি নিশ্চয়ই হাঁস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আপনার কোন ধরনের হাঁস
পালন করা উচিত নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনিও চাইলে হাঁস পালন শুরু করতে
পারেন। বর্তমান সময়ে হাঁস পালন করে অনেকে সাবলিম্বি হয়ে যাচ্ছে। তাই আপনিও
হাঁস পালন শুরু করুন এবং উদ্যোক্তা হয়ে যান।
আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন
এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের পোস্টের মধ্যে কোথাও
আপনার ভুল মনে হলে আমাদেরকে কমেন্ট করে বা whatsapp এ জানাবেন। বাংলায় আরও
সকল ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য
ভালো থাকবেন আসসালামু আলাইকুম
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url